ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯ থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছরের মোট পরীক্ষার্থী ৪ লাখ ৪১ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৯ হাজার ৬৩৮ জন ও নারী পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৩৪১ জন।
স্কুল পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৯৩৪ জন, এফতেদায়ী মাদরাসা ও কারিগরি ইনস্টিটিউটে ২১ হাজার ৪৩১ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৬১৪ জন।
৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তুলনায় এ বছর ১ লাখ ২৭ হাজার ৯২ জন বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
সকালে শিক্ষাসচিব ড. মো. সাদিক , বেসরকারি শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিষ কুমার সরকার ধানমন্ডিতে শিক্ষক প্রশিক্ষণ কলেজ পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, মে ৩০, ২০১৪