ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রায়পুরে মেধাবী ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৪
রায়পুরে মেধাবী ৮০ শিক্ষার্থীকে সংবর্ধনা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা পরিষদের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



এসময় লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদকেও সংবর্ধনা দেওয়া হয়।

রায়পুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল হোসেন চৌধুরী দুলাল, রায়পুর পৌরসভার সাবেক চেয়ারম্যান রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান,উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি শামছুতাওহিদ, সহ-সভাপতি আলমগীর হোসেন, জেলা ছ্ত্রালীগ সভাপতি শেখ জামাল রিপন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শরিফ ও সদস্য মাহমুদুন নবী সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।