ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ‘ওজায়ের ফারুক মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড ’ চালু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুন ১, ২০১৪
ঢাবিতে ‘ওজায়ের ফারুক  মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড ’ চালু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আইন বিভাগে ‘ওজায়ের ফারুক মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’ চালু করা হয়েছে।

এ উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সহিদ আকতার হুসাইনের কাছে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন প্রয়াত আইনজীবী ওজায়ের ফারুকের ছেলে ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক।

 

জানা যায়, এ ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আইন বিভাগের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষায় “ল’ অব টর্ট এন্ড ইকুইটি” এবং “ল’ অব কনট্রাক্ট” কোর্সে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুইজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য ব্যারিস্টার ইমতিয়াজ ফারুককে ধন্যবাদ  জানান।

এ সময় তিনি বলেন, সুপ্রীম কোর্টের সাবেক সিনিয়র আইনজীবী ওজায়ের ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত বন্ধু ছিলেন। জীবদ্দশায় তিনি এই বিশ্ববিদ্যালয়কে নানাভাবে সহায়তা করেছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট ফান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষা ও গবেষণায় ভূমিকা রাখবে  বলেও মন্তব্য করে ঢাবি উপাচার্য।

উল্লেখ্য, ওজায়ের ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক  সিনেট সদস্য ও  সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ছিলেন। ২০০৭ সালে তিনি ৬০ বছর বয়সে মৃত্যুবরণ  করেন।

চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহনাজ হুদা, প্রভাষক ইয়াসমিন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান ।

বাংলাদেশ সময় : ২১৩৭ ঘণ্টা, জুন ০১, ২০১৪        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।