বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করা হয়েছ। ফলে মঙ্গলবার থেকে পুনরায় ক্লাস-পরীক্ষা শুরু হবে।
সোমবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নেওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খানের সঙ্গে ছয় দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের সমঝোতা বৈঠক হয়। দীর্ঘক্ষণ বৈঠকের পর উপাচার্য শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন।
উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের দাবিগুলো সময় সাপেক্ষে বাস্তবায়ন করা হবে।
শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্ধারিত স্থানে বাস না থামানোর জের ধরে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে ১০ শিক্ষার্থী আহত ও বিশ্ববিদ্যালয়ের দুইটি বাসসহ তিনটি বাস ভাঙচুর করা হয়।
পরে শিক্ষার্থীদের ওপর হামলাকারী পরিবহন শ্রমিকদের বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছাত্র সংসদ নির্বাচনসহ ছয় দফা দাবিতে গত শনিবার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ ধর্মঘট শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুন ০২, ২০১৪