ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে উদ্ভাবন মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ৩, ২০১৪
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে উদ্ভাবন মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ২ দিনের উদ্ভাবন মেলা। মঙ্গলবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে মেলার  উদ্বোধন করেন।



বাংলাদেশ জনবিজ্ঞান ফাউন্ডেশন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্টারপ্রাইজ কম্পিটিটিভনেস ইনস্টিটিউট যৌথভাবে এ মেলার আয়োজন করেন।

দেশের স্বশিক্ষিত গরীব ও মেধাবী উদ্ভাবকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইনু বলেন, স্বশিক্ষিত উদ্ভাবকরা পরিবার, রাষ্ট্র ও দেশের কথা চিন্তা করে বিভিন্ন বিষয় উদ্ভাবন করেন। তাদের পুথিগত বিদ্যা না থাকলেও মেধা শক্তি কাজে লাগিয়ে উদ্ভাবনের কাজ করেন। টাকার জন্য তারা এসব বাজারে আনতে এবং  প্রচার করতে না পারায় তা আলোর মুখ দেখে না।

তাই সাধারণ উদ্ভাবকরা ধনী হতে পারে না। এসব উদ্ভাবকদের রাষ্ট্র, আর্থিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া উচিত। এ জন্য উদ্ভাবকদের টেকসই, সবুজ ও ডিজিটাল উন্নয়নের চ্যালেঞ্জ মাথায় রেখে উদ্ভাবন করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান, উপাচার্য ড. লুৎফর রহমান, জনবিজ্ঞান ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন, মহাসচিব আইয়ুব হোসেন, স্বশিক্ষিত বিজ্ঞানী কেনু মিয়া প্রমুখ।

সবুর খান যেসব উদ্ভাবকরা আর্থিক সমস্যার কারণে তাদের পণ্য বাজারজাত করতে পারছে না তাদের সব ধরনের সহায়তা  ইউনিভার্সিটি করবে বলে ঘোষণা দেন।

মেলায় উদ্ভাবকদের প্রদর্শনী ছাড়াও নতুন উদ্ভাবনার ভূমিকা, বিজ্ঞান চর্চার সম্ভাবনা, প্রতিবন্ধকতা, সমাধান ও ভেনচার ক্যাপিটালের সঙ্গে নেটওয়ার্কিং বিষয়ক কয়েকটি সেমিনারের  আয়োজন করা হবে।

এবারের মেলায় দেশের বিভিন্ন স্থানের ২৯ জন বিজ্ঞানী তাদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন করছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।