ঢাকা: প্রশ্নপত্র ফাঁস রোধে করণীয় নির্ধারণে শিক্ষাবিদ, বুদ্ধিবীজী ও বিশিষ্টজনদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৈঠকে বিগত পাঁচ বছরে শিক্ষাখাতের উন্নয়ন ও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ শিক্ষার মানোন্নয়নে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
আগামী ১১ জনু সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নুরুল ইসলাম নাহিদ তাঁদের সঙ্গে বৈঠক করবেন বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার বাংলানিউজকে জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচারর্য, শিক্ষাবিদ, অধ্যাপক, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের এ বিষয়ে দাওয়াত পত্র পাঠানোর প্রক্রিয়া চলছে।
চলতি বছরে এইএচএসসি পরীক্ষার ইংরেজি ২য়পত্রের প্রশ্নপত্র ফাঁসের পর ওই পরীক্ষা স্থগিত করে ১০ এপ্রিল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। কমিটিকে ১৫ দিনের সময় দিয়ে প্রতিবেদন দিতে বলা হলেও তারা আরো ১০ দিন সময় বাড়িয়ে নেয়।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এনে ড. জাফর ইকবাল গণমাধ্যমে কয়েকটি কলাম লেখা ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে যোগ দেন শিক্ষক এবং শিক্ষার্থীরা, অভিভাবকেরাও। এসব ঘটনার পরেই শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে বসার উদ্যোগ নেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভিসি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের তালিকা তৈরি করেছে।
এ তালিকায় অধ্যাপক আনিসুজ্জামান, ড. জাফর ইকবাল, আব্দুল্লাহ আবু সায়ীদ, জিল্লুর রহমান সিদ্দিকী, অজয় রায়, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ফরাস উদ্দিন, মেহবাহ উদ্দিন, সৈয়দ আনোয়ার হোসেন, এম এম আকাশ, মুনতাসিন মামুন, হারুণ-অর-রশিদ, রেহমান সোবহান, খলিকুজ্জামান, সেলিনা হোসেন, ওয়াহিদউদ্দিন, রাশেদা কে চৌধুরীসহ ৫২ জনের নাম রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ০৩, ২০১৪