ঢাকা : ইস্টার্ন ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার ইউনিভার্সিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মননা সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টি’র সদস্যবৃন্দের পক্ষ থেকে মেধাবী ৫১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও স্যোসাল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘হৃদয়ে মাটি ও মানুষ’র উপস্থাপক এবং চ্যানেল আইয়ের ব্যবস্থপনা পরিচালক শাঈখ সিরাজকে সমাজকল্যাণে অবদান রাখার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টি’র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, বোর্ড অব ট্রাস্টি’র সদস্য আলী আজ্জম ও রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ০৩, ২০১৪