ঢাকা: দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল’ আয়োজিত এ মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি এসএম আশেক উল্লাহ, সহ-সভাপতি মারশাদুর রহমান, সাধারণ সম্পাদক রাগিব হাসান, যুগ্ম-সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।
এসএম আশেক উল্লাহ বলেন, ‘দেশের প্রশাসনিক প্রতিটি খাত আজ দুর্নীতিগ্রস্থ। দুর্নীতির এই কালো ছায়া থেকে রক্ষা পায়নি আমাদের শিক্ষা ব্যবস্থাও। প্রশ্নপত্র ফাঁসের কারণে শিক্ষার মেরুদণ্ড আজ হুমকির মুখে। বিগত বছরগুলোতে আমরা শিক্ষা ব্যবস্থার এমন নগ্ন রূপ কখনও দেখিনি। ’
তিনি আরো বলেন, এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শিক্ষা ব্যবস্থার বেহাল দশার প্রতিচ্ছবি। প্রতিটি ঘটনার পর তদন্ত হয় তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু বিচার হয় না। এর সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ০৭, ২০১৪