ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জালালাবাদ বিশ্ববিদ্যালয়ের স্মারক উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
জালালাবাদ বিশ্ববিদ্যালয়ের স্মারক উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জালালাবাদ বিশ্ববিদ্যালয়ের স্মারক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেসঙ্গে বেশকিছু কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।



শুক্রবার সন্ধ্যায় রাজধানীয় বিয়াম মিলনায়তনে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশনর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান শেষে তিনি এ কার্যক্রমগুলো উদ্বোধন করেন।

অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে, জালালাবাদ ভবনের ১৪ তলা পর্যন্ত সম্প্রসারণ কাজ, জালালাবাদ নিউজলেটার, মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, আইটি ও আউটসোসিং প্রশিক্ষণ, জালালাবাদ ওয়েবসাইট উদ্বোধন, শিক্ষার্থী কাউন্সেলিং ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

উদ্বোধন কার্যক্রম শেষে সিলেট বিভাগের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।