ঢাকা: তারুণ্যের স্বপ্নময় ক্যারিয়ার গঠনে সহযোগিতা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড আয়োজিত দু’দিনের ক্যারিয়ার কার্নিভাল শেষ হয়েছে।
বুধবার দু’দিনের এ আয়োজনে শেষদিনে রবিতে বুয়েট শিক্ষার্থীদের কাজের সুযোগ এবং প্রত্যাশিত যোগ্যতা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।
এছাড়া তাৎক্ষণিক নিয়োগ ও ইন্টার্নশিপের জন্য সাক্ষাৎকারও গ্রহণ করে রবি। স্থাপত্য নকশা ও মোবাইল অ্যাপস তৈরি এবং কেস স্টাডি উপস্থাপন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে কানির্ভাল শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান সোসাইটি অব সিলিভ ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এম এ সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের সেন্ট্রাল অপারেশনস, টেকনোলজি বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেওয়ান খালেদুর রহমান।
এ সময় রবির পিপল অ্যান্ড কর্পোরেট বিভাগের টেকনিক্যাল রেগুলেশনস’র ভাইস প্রেসিডেন্ট অনামিকা ভক্ত ও পিপল অ্যান্ড কর্পোরেট বিভাগের রিসোর্সিং’র ভাইস প্রেসিডেন্ট শারমিন সুলতানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার কার্নিভালের উদ্বোধন করেন বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী।
প্রথম দিন বুয়েট ক্যারিয়ার ক্লাবের সেলফি কনটেস্ট, প্রোগ্রামিং কনটেস্ট এবং কার্নিভাল ক্যানভ্যাস ট্যুরের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। ক্যারিয়ার কার্নিভালে শিক্ষার্থীদের জন্য ‘মোটিভেশনাল অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং’ এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্য ‘রিসার্চ পেপার রাইটিং স্ট্র্যাটেজি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনের শেষে বুয়েট অ্যালামনাই ও শিক্ষার্থীদের সঙ্গে একটি ইন্টারঅ্যাকটিভ সেশনেরও আয়োজন করা হয়।
উদ্বোধনের পরে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, “চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রে এ ধরণের কার্নিভাল বুয়েট শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। তাদের ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত করা এবং সামনে এগিয়ে যাবার ক্ষেত্রে করণীয় ঠিক করতে এখানে যে সেমিনার ও আলোচনা হয়েছে এর গুরুত্ব রয়েছে। ”
রবির সিসিপিও মতিউল ইসলাম নওশাদ বলেন, “প্রযুক্তি-নির্ভর ও ক্রমাগত পরিবর্তনশীল টেলিযোগাযোগ খাতে প্রযুক্তিগত বিদ্যাপীঠগুলোর মধ্যে সেরা বুয়েটের শিক্ষার্থীদের রয়েছে অফুরন্ত সম্ভাবনা। রবি বিশ্বাস করে প্রতিভাময় তরুণরাই একটি কোম্পানিকে সমৃদ্ধ করতে পারে। ক্যারিয়ার কার্নিভালের মূল লক্ষ্য- বুয়েট শিক্ষার্থীদের রবি আজিয়াটা লিমিটেডে কাজের সুযোগ এবং নিয়োগের সময় প্রার্থীদের মাঝে প্রত্যাশিত যোগ্যতা সম্পর্কে জানানো। ”
বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪