ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (বুয়েট) নারী উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার রাষ্ট্রপতি প্রদত্ত ক্ষমতাবলে আগামী চার বছরের জন্য একই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খালিদা ইকরামকে ভিসি পদে নিয়োগ দেন।
পরে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলানিউজকে বলেন, বুয়েটে প্রথম এবং বাংলাদেশে দ্বিতীয় কোনো বিশ্ববিদ্যালয়ে নারীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বর্তমান উপাচর্য অধ্যাপক ড. নজরুল ইসলামের নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় ওই পদে নতুন ভিসি নিয়োগ দেওয়া হলো।
ড. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার নতুন উপাচার্যের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।
অন্যদিকে বুয়েটের শিক্ষক সমিতি অভিযোগ করেছে, জ্যেষ্ঠতা লঙ্ঘন করে খালিদা ইকরামকে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ১৪ জন জ্যেষ্ঠ শিক্ষককে ডিঙিয়ে তাকে ভিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪