ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে শেষ হলো শিক্ষা সমাপনী অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
খুবিতে শেষ হলো শিক্ষা সমাপনী অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১০ ব্যাচের ছাত্র-ছাত্রীদের তিনদিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

এ উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবন অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিদায়ী অনুষ্ঠান হয়।



এতে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার খান আতিয়ার রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, আমি বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়ের জীবনের মতো এত আনন্দ ও গৌরবময় জীবন আর হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে যে পারস্পরিক বন্ধন ও ভাব বিনিময় হয় তা অন্য কোনো প্রতিষ্ঠানে হয় না।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় তোমাদের অনেক কিছুই দিতে পারেনি কিন্তু বিশ্ববিদ্যালয়কে তোমাদের অনেক দেওয়ার আছে। এ বিশ্ববিদ্যালয়ের প্রতি তোমাদের অনেক দায়িত্ব আছে একথা তোমরা ভুলো না। তোমরা যেখানেই যে পেশাতেই থাকো খুলনা বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে কাজ করে এ বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট থাকবে।

তিনি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন জীব বিজ্ঞান স্কুলের সাধন চন্দ্র স্বর্ণকার, চারুকলা ইনস্টিটিউটের কবরী বিশ্বাস (অপু), ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের জায়েদ ইকবাল, সামাজিক বিজ্ঞান স্কুলের কাজী তারিয়েফ সুনান, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের তহিদুল ইসলাম, কলা ও মানবিক স্কুলের রিফাত ফারজানা ও শিক্ষা সমাপনী কমিটির পক্ষ থেকে রবিউল ইসলাম।

এ সময় বিদায়ী শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে এক মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।