ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাংলাদেশ ইউনিভার্সিতে অ্যাডমিশন ফেয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
বাংলাদেশ ইউনিভার্সিতে অ্যাডমিশন ফেয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটিতে ছয় দিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে।

শনিবার সকালে ইউনিভার্সিটির মোহাম্মদপুরের নিজস্ব ক্যাম্পাসে এ ফেয়ার শুরু হয়।



বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান এর উদ্বোধন করেন।

অ্যাডমিশন ফেয়ারে জানানো হয়, বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিন পরিদর্শনের সুযোগ পাবেন।

এছাড়া ফেয়ার চলাকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষা সম্পর্কে যুগোপযোগী নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

আরো জানানো হয়, ফেয়ার চলাকালীন ইউনিভার্সিটির ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা বিভিন্ন সুযোগও পাবেন।

ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ কোর্স ফি মওকুফ ছাড়াও অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা থেকে ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এবং আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এ ফেয়ার চলবে।

এ উপলক্ষে সকাল থেকে ক্যাম্পাসে শত শত ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা আসেন এবং ভর্তি ফরম সংগ্রহ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কলা ও আইন অনুষদের ডিন প্রফেসর মোস্তফা কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইমাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) লে. কর্নেল (অব.) মুনির আহমেদ, রেজিস্ট্রার ইনচার্জ নাহারিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।