ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
যবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের নবীনবরণ ও শুভেচ্ছা সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তার।



এতে সভাপতিত্ব করেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. জিয়াউল আমীন। এসময় অনেকের মধ্যে ড. জাবেদ হোসেন খান, এএম সরাজ, শাহেদুর রহমান ও ফরহাদ করীম সরকার উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন-জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মসিউর রহমান ও আব্দুর রউফ সরকার।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।