ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বঙ্গবন্ধু হল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে বঙ্গবন্ধু হল

রংপুর: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদের জন্য নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল চালু হচ্ছে।

বুধবার হলের প্রভোস্ট ড. মোরশেদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, নব নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আবাসিক হিসেবে থাকার জন্য আগ্রহী ছাত্রদের আবেদন করতে হবে। হলের আসন অনুযায়ী ও ছাত্রদের মেধা এবং বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠার বছর ও শিক্ষাবর্ষ অনুযায়ী সিট বন্টন করা হবে।

এজন্য বুধবার থেকে ১ অক্টোবর পর্যন্ত হলের অস্থায়ী কার্যালয় (প্রশাসন ভবন) থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

হল প্রশাসন জানায়, বিধিমালা অনুযায়ী বাছাই করা আবেদনকারীদের সাক্ষাৎকার ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।  

এর আগে গত বছর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্বোধন করা হয়।   ছাত্রদের জন্য শহীদ মুখতার এলাহী হলের নির্মাণ কাজও শেষ পর্যায়ে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।