ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সেশনজট দূর করতে হরতালের বিকল্প ভাবুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৪
সেশনজট দূর করতে হরতালের বিকল্প ভাবুন ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ দেশের শিক্ষাব্যবস্থায় সেশনজট দূর করতে হরতালের বিকল্প ভাবতে রাজনৈতিক দলের নেতাদের পরামর্শ দিয়েছেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সভায় তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্বিষহ সেশনজট নিরসনে একের পর এক পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন কঠোর পরিশ্রম করে চলেছে। ঠিক সে অবস্থায় রাজনৈতিক দলের নেতাদের হরতাল আহ্বান আমাদের সব কর্ম-প্রচেষ্টাকে নষ্ট করে দিচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দেশব্যাপী প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ফাইনাল পরীক্ষা শুরুর তারিখ ছিল। এর পরীক্ষার্থীর সংখ্যা তিন লক্ষাধিক। একটি দলের হরতালের কারণে তা পরিবর্তন করে পরের দিন ২২ সেপ্টেম্বর অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ওই দিনও নতুন করে আরেকটি রাজনৈতিক জোটের পক্ষ থেকে হরতালের কর্মসূচি ঘোষণা করায় এখন এ পরীক্ষা স্থগিত করা ছাড়া কোনো পথ ছিল না।

এভাবেই দিনে দিনে সৃষ্টি হচ্ছে সেশন জট, যা শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য-উদ্দেশ্য যদি দেশ ও জনগণের কল্যাণ হয়, তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৫ লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষা জীবনের কথা বিবেচনা করে হরতালের পরিবর্তে প্রতিবাদের বিকল্প ভাবুন।

সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আসলাম ভূইয়া (প্রশা.), উপ-উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর (একা.), ট্রেজারার প্রফেসর মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা সেপ্টেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।