ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অনলাইনে কুয়েটে ভর্তির আবেদনপত্র পূরণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
অনলাইনে কুয়েটে ভর্তির আবেদনপত্র পূরণ শুরু

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ শুরু হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া চলবে ১৪ অক্টোবর মঙ্গলবার রাত ১১টা ৫৯টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর, সকাল সাড়ে ৯টায়।

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারে অনলাইনে আবেদন ফরম পূরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদনপত্র পূরণ করেন।

এসময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা, পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. নুরুন্নবী মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ১৪ অক্টোবর আবেদন শেষ হওয়ার পর ২০ অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এবছর নহতুন চালু হওয়া বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ৩০ শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং যন্ত্রকৌশল বিভাগে ১২০ জন করে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগ, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগ, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন করে এবং সংরক্ষিত ৫টি আসনসহ মোট ৮১৫ আসনে শিক্ষার্থী ভর্তি করবে কুয়েট।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.admission.kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

এছাড়া অন্যান্য তথ্যের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  দপ্তর এর ভর্তি শাখায় (পিএবিএক্স +৮৮০-৪১-৭৬৯৪৬৮.এক্সটেনশন: ১১০, ১৩৬, ১৩৯) যোগাযোগ করা যাবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে [email protected] ঠিকানায় ই-মেইলও করা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।