ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
জবির ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে আটক ৭

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

ভর্তি পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে আটকের পর তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।



তাদের বিরুদ্ধে মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে উত্তরপত্র সংগ্রহ এবং অন্যের হয়ে পরীক্ষায় (প্রক্সি-পরীক্ষার্থী) ‍অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

আটককৃতরা হলেন- সাদিকুল ইসলাম, জিয়াদ খান, মেহেদি হাসান, আরিফ নেওয়াজ, মাসুদ রানা, পলাশ, রাকিবুল হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, ‘জালিয়াতির সঙ্গে জড়িত যাদের আটক করা হয়েছে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে গণপরীক্ষা জালিয়াতি আইন ১৯৮০ এর ৪ (৯) ধারায় মামলা দায়ের করা হয়েছে। ’

প্রক্টর জানান, সাদিকুল ইসলামকে আটক করা হয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্র থেকে। ক্ষুদেবার্তার মাধ্যমে তাকে জালিয়াতিতে সহযোগিতা করেছেন জবির আইন বিভাগের ছাত্র মিঠু।

‘সেগুন বাগিচা হাইস্কুল থেকে আটক করা হয় জিয়াদ খানকে। তাকে সহযোগিতা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। জিয়াদ কবি নজরুল কলেজের ছাত্র। ’

প্রক্টর আরো জানান, আরিফ নেওয়াজকে আটক করা হয়েছে বাংলাবাজার বালিকা উচ্চ বিদ্যালয় থেকে।

এছাড়াও বোরকা পরে, কানে দুল দিয়ে ভর্তিচ্ছু এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি-পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন জবির ইংরেজি বিভাগের ছাত্র মেহেদি হাসান নয়ন।

জবিরই ইংরেজি বিভাগের আরেক ছাত্র মাসুদ রানা। তিনি ধরা পড়েছেন জুবিলি উচ্চ বিদ্যালয় থেকে। তাকে সহযোগিতা করছিলেন তরিকুল ইসলাম। মাসুদ প্রক্সিও দিচ্ছিলেন আবার মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে জালিয়াতিও করছিলেন, যোগ করেন জবি প্রক্টর।

তিনি জানান, পলাশকে আটক করা হয়েছে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ থেকে। মাসুদ রানার মতো পলাশও দুই ধরনের জালিয়াতির সঙ্গেই জড়িত। রাকিবুল হাসানকে আটক করা হয়েছে বদরুন্নেসা মহিলা কলেজ থেকে।

তবে জবি ক্যাম্পাস থেকে কোনো জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি বলে জানান প্রক্টর।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।