ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর চারদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
ইউল্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর চারদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ১ অক্টোবর ১১তম বর্ষে পা রাখছে। এ উপলক্ষে ইউল্যাব চারদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।



রোববার থেকে বুধবার পর্যন্ত ইউল্যাবের ধানমন্ডির ক্যাম্পাসে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

যুগপূর্তি উপলক্ষে রোববার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লোকপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সেক্রেটারি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধান অতিথি হিসেবে চারদিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী নাবিল আহমেদ।

এ ছাড়া ইউল্যাবের ১০ বৎসরের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং কমিউনিকেশনস ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উপদেষ্টা জুডিথা ওলমাকার।

ড. কামাল আব্দুল নাসের চৌধুরী তার বক্তব্যে ইউল্যাবের সাফল্যের কারণ হিসেবে এর শিক্ষা পদ্ধতি আর গবেষণাধর্মী কার্যক্রম ও প্রকাশনাকে তুলে ধরেন।

পরে তিনি ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দেন। ঢাকার মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে বাংলাদেশের প্রথম সাস্টেইনেবল ক্যাম্পাস তৈরি করবে যাচ্ছে ইউল্যাব।

ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান আয়োজন সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ, উপউপাচার্য অধ্যাপক এইচ. এম. জহিরুল হক, প্রফেসর এমেরিটাস রফিকুল ইসলাম, রেজিস্ট্রার লে. কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য অতিথি।

পরে সন্ধ্যায় মুস্তাফিজ শাহিনের পরিচালনায় ইউল্যাব থিয়েটার ক্লাব রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকটি মঞ্চায়ন করে।

এছাড়াও ক্যাম্পাস লবিতে চারদিনব্যাপী সব বিভাগ ও সেন্টারগুলোর প্রকাশনা নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।