ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে আটকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচলে, দেশ বাঁচবে’ স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁচাও আন্দোলন’ নামে একটি ফেসবুক গ্রুপের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানবনবন্ধনে শিক্ষার্থীরা বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে জালিয়াতি করেন, তারা দেশের বিভিন্ন পরীক্ষাতেও জালিয়াতি করছেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে যে চক্রকে আটক করা হয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪