ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
বিভাগ পরিবর্তনকারী এ ইউনিটে মোট ৮৭ হাজার ২০৩ জন ভর্তিচ্ছু অংশ নেন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ১৭.৭৩ শতাংশ, মানবিকে পাসের হার ১৯.৬০ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় পাসের হার ১৩.০৩ শতাংশ।
সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) উচ্চ মাধ্যমিক পাসের রোল, পাসের বছর, বোর্ডের নাম এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল জানা যাবে।
এছাড়া মোবাইল ফোনের এসএমএস’র মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবেন
এজন্য যেকোন মোবাইল অপারেটরের সিম থেকে ফোনের মেসেজ অপশনে গিয়ে du<স্পেস>gha<স্পেস> ভর্তি পরীক্ষার রোল টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে।
গত ২৬ সেপ্টেম্বর ২০১৪ শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফলাফল পুনর্নিরীক্ষণ: প্রকাশিত ফলে কোনো পরীক্ষার্থী অসন্তুষ্ট হলে নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন।
চয়েজ ফরম পূরণ: পাস করা শিক্ষার্থীদের আগামী ১৬-২৩ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে চয়েজ ফরম পূরণ করে সাবমিট করতে হবে।
কোটা: যারা বিভিন্ন কোটায় আবেদন করে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আগামী ১৩-২২ অক্টোবর পর্যন্ত ডিন অফিস থেকে কোটার ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪/আপডেট: ১৬১০ ঘণ্টা