ঢাকা: ২০১৫ সালের ২৮ জুন থেকে জার্মানির লিন্ডাউ শহরে নোবেল পুরস্কার বিজয়ীদের ৬৫তম সম্মেলন অনুষ্ঠিত হবে।
আর এ সম্মেলনে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সহযোগিতায় ২০০৭ সাল থেকে এদেশের শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও গবেষকরা অংশ নিচ্ছেন।
এবারের সম্মেলনে ফিজিক্স, ক্যামেস্ট্রি ও সাইকোলজি অথবা মেডিসিন-এই তিনটি বিষয়ে ভিন্ন ভিন্ন আলোচনা অনুষ্ঠিত হবে এ সম্মেলনে।
এতে অংশ নিতে বাংলাদেশের আগ্রহী শিক্ষার্থী, তরুণ শিক্ষক ও গবেষকদের ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।
www.lindau-bangladesh.org এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জার্মানির লিন্ডাউ শহরে ১৯৫১ সাল থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। আগামী বছরের ২৮ জুন যার ৬৫তম সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪