ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কাঁদিয়ে চলে গেলেন শাবির মেধাবী ছাত্রী তাজকিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
কাঁদিয়ে চলে গেলেন শাবির মেধাবী ছাত্রী তাজকিয়া তাজকিয়া জান্নাত চৌধুরী

সিলেট: বাঁচানো গেল না শাবির মেধাবী ছাত্রী তাজকিয়া জান্নাত চৌধুরীকে (২৩)। স্বজন ও সহপাঠীদের কাঁদিয়ে অকালেই চলে গেলেন তিনি।

মরণব্যাধী ক্যান্সার ‘লিউকোমিয়া’ অকালেই কেড়ে নিলো একটি মেধাবী প্রাণ।  

ভারতের মুম্বাই শহরের জেসলক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাজকিয়া। সোমবার বাংলাদেশ সময় ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি....রাজিউন)।

নিহত তাজকিয়ার বাবা আব্দুর রাজ্জাক সিলেটের বিভাগীয় হিসাব নিরীক্ষণ কার্যালয়ের নিরীক্ষক। তিন ভাই ও এক বোনের মধ্যে তাজকিয়া ছিলেন দ্বিতীয়। তাদের গ্রামের বাড়ি সিলেটের খাদিম নগরের খাদিমপাড়ায়।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর লাশ দেশে নিয়ে আসা হয়। ঢাকা থেকে বেলা আড়াইটায় একটি অ্যাম্বুলেন্সে করে তাজকিয়ার মৃতদেহ রাত সোয়া ৮ টায় গ্রামের বাড়ি সিলেটের খাদিমনগরের খাদিমপাড়ায় নিয়ে আসা হয়। আজ রাত সাড়ে ১০ টার দিকে স্থানীয় মদীনা মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাজকিয়ার দাফন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।