গাইবান্ধা: নানা অনিয়ম ও দুর্নীতির কারণে গাইবান্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ মোজাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি গাইবান্ধা (২) সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি স্বাক্ষরিত একটি চিঠিতে মোজাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমতাজুর রহমান বাবুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু জানান, বরখাস্তকৃত মোজাহিদ হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্তে প্রমাণিত হওয়ায় তিনি দোষী সাব্যস্ত হন।
এছাড়া জেলা প্রশাসন গঠিত অডিট কমিটির তদন্ত রিপোর্টেও ১০ বিষয়ে অধ্যক্ষের অনিয়ম ধরা পড়ে।
মাউশি থেকে গত ১৮/০৭/১৩ তারিখে ও দ্বিতীয়বার গত ০৭/০১/১৪ তারিখে দু’টি চিঠি মারফত গভর্নিং বডিকে তদন্ত প্রতিবেদনের আলোকে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলা হয়।
অন্যদিকে, অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও কলেজের সভাপতি বরাবর ১০/০৩/১৪ তারিখে চিঠি দেওয়া হয়।
এ প্রেক্ষিতে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেয় কলেজ গভর্নিং বডি। কিন্তু নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় অধ্যক্ষ মোজাহিদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪