রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) চতুর্থ সমাবর্তন আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আব্দুল হামিদ।
রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকসনের সহকারী পরিচালক গোলাম মুর্ত্তজা বৃহস্পতিবার দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির (বিএসসি ইঞ্জি) ২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ (০৩ সিরিজ) হতে ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষ (০৮ সিরিজ) পর্যন্ত এবং স্নাতকোত্তর শ্রেণির (এমএসসি ইঞ্জি, এম ইঞ্জি, এমফিল, পিএইচডি) ৩০/০৯/২০১৪ তারিখ পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে এই সমাবর্তন অনুষ্ঠানে সনদপত্র প্রদান করা হবে।
সংশ্লিষ্ট সকল ছাত্র-ছাত্রীকে রুয়েটের ওয়েবসাইট (www.ruet.ac.bd) থেকে নির্ধারিত ছক সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য রুয়েটের ওয়েবসাইট থেকে জানা যাবে।
উল্লেখ্য, ২০১৩ সালে স্থগিতকৃত চতুর্থ সমাবর্তনের জন্য ইতিপূর্বে যারা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। সমাবর্তন সংক্রান্ত তথ্যের জন্য (www.ruet.ac.bd) ইমেইল ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে। সমাবর্তনের বিস্তারিত কর্মসূচি পরবর্তিতে সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪