ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন ড. পোরনচাই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৪
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন ড. পোরনচাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করলেন বিশ্ব যুব বুদ্ধিস্ট গবেষণা পরিষদের সভাপতি ড. পোরনচাই পিনইয়াপোং। সেখানে তিনি এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।



শুক্রবার সকাল ৮টায় তিনি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের সহ. জনসংযোগ কর্মকর্তা গোলাম সরোয়ার কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।  

পরিদর্শন ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম। এ সময় প্রধান আলোচক হিসেবে মানপত্র পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস-চেয়ারম্যান মো. ইসরাফিল আলম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শাহাজাহান মোহাম্মদ মহিউদ্দিন, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন ও গোলাম সরোয়ার কবীর।

প্রধান অতিথির বক্তব্যে ড. পোরনচাই বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাইল্যান্ডসহ, চীন ও মায়ানমারে শিক্ষাক্ষেত্রে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদের চেয়ারম্যান গোলাম কাদের, বুদ্ধিস্ট গবেষক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ যুব বুদ্ধিস্ট ফোরামের সভাপতি রিপন বড়ুয়া।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।