রাজশাহী: রাজশাহী কলেজিয়েট স্কুলে ১৯৬৪ সালে তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়ে ১৯৭২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘রাজশাহী কলেজিয়েট স্কুল প্রাক্তন ছাত্র সমিতি ১৯৭২’ এর ঈদ পুনর্মিলনী বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি ড. এ এস এম রুহুল কুদ্দুস রুমীর সভাপতিত্বে ও কাজী আমিরুল করিম বুলুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, রাজনৈতিক, বিচারকসহ বিভিন্ন দপ্তরে কর্মরতরা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছিল পুনর্মিলনীতে।
একে অপরকে দেখে যেমন খুশি তেমনি অনেকের মৃত্যুর খবরে ব্যথিত হয়েছেন তারা। পুরনোদের এক সাথে কাছে পেয়ে স্মৃতিচারণ করতে করতে বিকেল সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলে মিলন মেলা। যতদিন বেঁচে আছি ততদিন একটা দিন মিলনের আকাঙ্ক্ষা আর কিছু করার অঙ্গীকারে শেষ হয় পুনর্মিলনী।
পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন, শিক্ষক মোনায়েমুল মুন তাকিম, ব্যবসায়ী খান বাহাদুর মুর্ত্তজা জামাল উদ্দিন আহম্মেদ খিচ্চু, ব্যাংকার তৌফিক আলম, ডাক্তার কুদরতে ইলাহী মনোয়াজ, ব্যবসায়ী মজিবুর রহমান পনীর, ব্যবসায়ী এসকে মজুমদার ববী, ব্যাংকার শরীফুল আলম, বিচারক এএইচএম শামসুল আরেফিন, চাকরিজীবী রফিকুল আনাম, ডাক্তার একেএম মহিউদ্দিন, ব্যবসায়ী এমএ মান্নান হিরা, ব্যাংকার শওকত আলী, ব্যাংকার আলিফ উদ্দিন, ব্যবসায়ী শহীদুল্লাহ, সাংবাদিক রেজাউল করিম রাজু, ব্যবসায়ী আবদুস সালাম মাজেদ, প্রকৌশলী সাব্বির সুলতান, ব্যবসায়ী রশিদুল হাসান, ব্যবসায়ী ওয়াহেদ আলী নওশাদ, প্রযোজক তসলিম উদ্দিন, চাকরিজীবী আবু আহসান শেলী প্রমুখ।
অংশগ্রহণকারী প্রত্যেককে স্কুল ও নিজ ছবি সম্বলিত একটি ক্রেস্ট দেওয়া হয়। পরে মৃতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৪