ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবেয়া খাতুনের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
রাবেয়া খাতুনের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বেগম রাবেয়া খাতুনের মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক রাবেয়া খাতুনের মৃত্যুতে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়েছে।

শিক্ষা ও গবেষণায় অধ্যাপক রাবেয়া খাতুনের অবদান চির স্মরণীয়। তার মৃত্যুর মধ্যদিয়ে বাংলাদেশের মানুষ একজন কবি, সাহিত্যিক, প্রবন্ধকারকে হারালো। বাংলা সাহিত্যের নিবেদিত প্রাণ এই অধ্যাপকের মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও শোকাহত।

উপাচার্য মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, অধ্যাপক রাবেয়া খাতুন রোববার দিবারাত সাড়ে সাতটার দিকে মিরপুর তার বাসভবনে ইন্তেকাল করেন। তিনি গত কয়েক বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। সোমবার সকালে নামাজে জানাযা শেষে মিরপুর ১০ নম্বর কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সন্তান, আত্মীয়-স্বজন, অগণিত ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক রাবেয়া খাতুন একাধারে কবি, সাহিত্যিক এবং প্রবন্ধকার ছিলেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা আট। এরমধ্যে ‘বক্ষ বন্দনা’ গ্রন্থটি বাংলাদেশ এবং ভারতে বহুল সমাদৃত।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।