খুলনা: ভর্তি বাণিজ্যের ঘানি টানতে হচ্ছে খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ৪৭৩ শিক্ষার্থীকে। ছাত্রলীগের জোর করে কলেজে ভর্তি করানো এসব শিক্ষার্থীদের নিবন্ধনের অনুমোদন দেয়নি যশোর শিক্ষা বোর্ড।
এদিকে, দীর্ঘ তিন মাস পর বোর্ডে নিবন্ধিত হতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছে ভর্তি বাণিজ্যের শিকার এসব শিক্ষার্থী। তারা বোর্ড কর্তৃক নিবন্ধনের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ শুরু করেছে।
নিবন্ধন বঞ্চিত শিক্ষার্থীরা রোববার খুলনার জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের ২২ জুন থেকে সিটি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হয়। কলেজের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ৩শ’ করে মোট ৯শ’ আসন নির্ধারিত ছিল। ২৬ জুন অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির প্রথম দিনেই মহানগর ছাত্রলীগের একাংশের নেতারা ১৫০টি শূন্য আসনে নিজেদের পছন্দের শিক্ষার্থী ভর্তি করান। পরবর্তীতে নির্ধারিত আসনের অতিরিক্ত আরও ৪৭৩ জন শিক্ষার্থীকেও ভর্তি করানো হয়। কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে ১ হাজার ৩৭৪ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৫৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৫১৩ জন এবং মানবিক বিভাগে ৩০৭ জন।
ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই কলেজের আসন বৃদ্ধির তৎপরতা শুরু করে কলেজ কর্তৃপক্ষ। যশোর বোর্ডে ব্যর্থ হয়ে তারা মন্ত্রণালয়েরও দ্বারস্থ হন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সিটি কলেজের অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনায় ৯শ’ আসনের অতিরিক্ত আসন বৃদ্ধি সম্ভব নয় বলে জানিয়ে দেয়া হয়।
এদিকে, বিষয়টি জানার পর শিক্ষার্থীদের মাঝে হতাশা বিরাজ করছে। তারা বোর্ড কর্তৃক নিবন্ধনের দাবিতে আন্দোলন ও বিক্ষোভ শুরু করেছে।
নিবন্ধন বঞ্চিত ১শ’ শিক্ষার্থী স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যাংকে জমা দেয়া টাকার রশিদ প্রদানের মাধ্যমেই তারা ভর্তি হন। গত তিন মাস যথারীতি কলেজে অধ্যায়নও করছেন। কিন্তু হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন ৯শ’ জনের পরবর্তী ভর্তিকৃত শিক্ষার্থীদের যশোর বোর্ড কর্তৃক অনুমোদন/নিবন্ধন দেয়া হয়নি। এ অবস্থায় নিবন্ধন বঞ্চিত ৪৭৩ শিক্ষার্থীর অন্যকোনো কলেজে ভর্তির সুযোগ নেই। এতে শিক্ষাজীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বোর্ড কর্তৃক তাদের নিবন্ধন প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪