ঢাকা বিশ্ববিদ্যালয়: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ভর্তিচ্ছু আন্দোলনকারীরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে পাঁচজনের একটি প্রতিনিধি দল ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন।
স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে অধ্যাপক আরেফিন সিদ্দিক বাংলানিউজকে বলেন, যদিও এভাবে স্মারকলিপি দেওয়ার নিয়ম নেই তবুও রেখে দিয়েছি।
দ্বিতীয়বার ভর্তির সুযোগের ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, এখনো এ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে ঢাবির অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ করতে চাইলে পুলিশের সহায়তায় বাধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ এম আমজাদ এবং সহকারী প্রক্টর রবিউল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভর্তিচ্ছু আন্দোলনকারীদের সরে যেতে বলেন। কিন্তু তারা সরে যেতে রাজি হননি। তখন তাদের কোনো ধরনের স্লোগান দিতে নিষেধ করা হয়।
এরপর আন্দোলনকারীদের মধ্য থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে তার কার্যালয়ে যান।
প্রতিনিধি দলে ছিলেন, ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজের রিয়াজ, টঙ্গী পাইলট কলেজের সুইটি, রাইফেলস পাবলিক কলেজের তামজিদ, ন্যাশনাল আইডিয়াল কলেজের সুমাইয়া এবং কবি নজরুল সরকারি কলেজের সালমান।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪