সিলেট: সিলেটে পরীক্ষার হলে ঢুকে ছাত্রীর ওপর হামলাকারীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সকালে ফোনে সিলেট মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে এ নির্দেশ দেন তিনি।
শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নন্দিতা দেবি শনিবার সহপাঠীর ছুরিকাঘাতে আহত হন। শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ এমপি সকালে সংবাদটি পড়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ও সিলেট জেলা প্রশাসককে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
সহপাঠীর ওপর হামলার ঘটনা ন্যাক্কারজনক ও নৈতিক অবক্ষয় উল্লেখ করে এমন অপরাধ কঠোর হস্তে দমন করে পড়ালেখার পরিবেশ স্বাভাবিক রাখার জন্য সংশি¬ষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
এছাড়া স্কুলের প্রধান শিক্ষকসহ ছাত্রীর অভিভাবকের সঙ্গে কথা বলে শান্তনা ও আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রীর নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘ছাত্রী আহতের ঘটনায় তার পরিবারের মামলা নিয়েছে পুলিশ। হামলাকারীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
তাদের গ্রেফতারে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে হামলার ঘটনায় আহতের ভাই তাপস সিংহ বাদি হয়ে রাতেই মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন এসএমপির শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন।
শনিবার বেলা পৌনে ২ টার দিকে নগরীর শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইংরেজি পত্রের নির্বাচনী পরীক্ষা চলাকালে হলে ঢুকে নন্দিতা দেবীর (১৫) ওপর হামলা করে সহপাঠী সাকিব সহ বখাটেরা। নন্দিতা একই এলাকার সেনপাড়ার আল্পনা-১৭ নং বাসার গুণেন্দ্র সিংহের মেয়ে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৪