ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছুটি শেষে রুয়েট খুলছে মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
ছুটি শেষে রুয়েট খুলছে মঙ্গলবার

রাজশাহী: শারদীয় দুর্গা পূজা ও পবিত্র ঈদ‍ু‍ল আজহার ছুটি শেষে মঙ্গলবার খুলছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশনের সহকারী পরিচালক গোলাম মুর্ত্তজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।



এতে বলা হয়, মঙ্গলবার সকাল থেকেই রুয়েটে সকল প্রকার প্রশাসনিক কর্মকাণ্ড শুরু হবে।

তবে ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শেষে জানিয়ে দেওয়া হবে আবাসিক হল খুলে দেওয়াসহ একাডেমিক কর্মকাণ্ড ও ক্লাশ শুরু হওয়ার সময়সূচি।

এর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর গত ১৯ সেপ্টেম্বর রুয়েটের আবাসিক হল ছাড়েন শিক্ষার্থীরা।

সংঘর্ষের আগের দিন রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ২০ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টিকালের জন্য রুয়েট বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত ১৮ সেপ্টেম্বর বিকেলে শিবির কর্মীরা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লে. সেলিম হলে হামলা চালালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় ১০ শিবির কর্মী আহত হয়। একই সময় রুয়েট সংলগ্ন অক্ট্রয় মোড়ে পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।