ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ৪৩ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
যবিপ্রবিতে প্রতি আসনের বিপরীতে ৪৩ শিক্ষার্থী

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রতিটি আসনের বিপরীতে ৪৩ জন করে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেবেন।

৬ ও ৭ নভেম্বর যবিপ্রবি’র ১ম বর্ষের বি.এস.সি’র(সম্মান ও ইঞ্জিনিয়ারিং) এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’র জনসংযোগ শাখার সহকারী পরিচালক হায়াতুজ্জামান মুকুল বাংলানিউজকে জানান, যবিপ্রবি’র ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষার ৬১০টি আসনের বিপরীতে ২৫ হাজার ৯১৪ জন ভর্তি যুদ্ধে অবতীর্ণ হবেন। এ হিসাবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৪৩ জন।

যবিপ্রবিতে গত ১ সেপ্টেম্বর ভর্তির জন্য আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়। অনলাইনে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময়ে এ ইউনিটে ৯ হাজার ৪০৯ জন, বি ইউনিটে ৭ হাজার ৯০৬ জন, সি ইউনিটে ৪ হাজার ১৪৪ জন, ডি ইউনিটে ৩ হাজার ৬২৬ জন এবং ই ইউনিটে ৮২৯ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।