সাভার: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এ ওরিয়েন্টেশন শুরু হবে।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক, বিভিন্ন অনুষদের ডিন, অধ্যক্ষ, বিভাগীয় শিক্ষকসহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
শপথ শেষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টায় ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-নিবন্ধক মীর মুর্ত্তজা আলী বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
১৯৯৮ সালে গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সাভারে নিজস্ব প্রায় ১৫ একর জমির উপর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস রয়েছে।
বরেণ্য শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪