ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ইংরেজি বিভাগে ভর্তি শর্ত শিথিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
ঢাবির ইংরেজি বিভাগে ভর্তি শর্ত শিথিল

ঢাকা বিশ্ববিদ্যাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২০১৪-১৫ শিক্ষাবর্ষে খ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে যে সব শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হতে ইচ্ছুক তাদের ভর্তির বিয়য়ে অনুমতি গৃহীত হয়েছে।

তবে তাদের ইলেকটিভ ইংরেজি বিষয়ে ন্যূনতম নম্বর ০৮ ও সাধারণ ইংরেজিতে ১৮ প্রাপ্তির শর্ত আরোপ করে এ বিভাগে ভর্তির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার ভর্তি কমিটির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরআগে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে শর্ত ছিল সাধারণ ইংরেজিতে ২০ এবং ইলেকটিভ ইংরেজিতে ১৫।

কিন্তু এ বছর খ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, সব শর্ত পূরণ করে ইংরেজি বিভাগে ভর্তিযোগ্য শিক্ষার্থী রয়েছেন মাত্র ‍২ জন! তারই প্রেক্ষিতে ইংরেজি বিভাগে ভর্তির শর্ত শিথিল করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে এ সভায় সব অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

** ঢাবির ইংরেজি বিভাগে ভর্তিযোগ্য মাত্র ২ জন!

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।