ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সবার মতামত নিয়ে বাড়বে পরীক্ষায় পাস নম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
সবার মতামত নিয়ে বাড়বে পরীক্ষায় পাস নম্বর শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান

ঢাকা: শিক্ষা সংশ্লিষ্ট সবার মতামত নিয়েই পাবলিক পরীক্ষায় পাস নম্বর বাড়ানো হবে বলে জানিয়েছেন, শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার দুপুরে নিজ দফতরে বাংলানিউজকে শিক্ষাসচিব বলেন, পৃথিবীর কোনো দেশে পাস নম্বর ৩৩ নেই।

শিক্ষা পরিবারের সবাইকে নিয়ে, সেমিনারের আয়োজন করা হবে। সবার মতামত নিয়ে পর্যায়ক্রমে পাস নম্বর বাড়ানো হবে। তবে হঠাৎ করেই পাস নম্বর ৪০ করা হবে না।

শিক্ষা ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হয়েছে জানিয়ে এ সময় শিক্ষাসচিব বলেন, এখন ১০০ জন ছেলে-মেয়ের মধ্যে ৯৮ জন স্কুলে ভর্তি হয়। পাসের হার বেড়েছে, জিপিএ-৫ বাড়ছে। আমাদের স্ট্যান্ডার্ড আর একটু বাড়ানো দরকার।

বর্তমানে এক শ’ নম্বরের পরীক্ষায় পাস নম্বর ৩৩। গ্রেডিং সিস্টেমে পাবলিক পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ বাড়ার সঙ্গে শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।

পরীক্ষায় পাস নম্বর বাড়ালে শিক্ষার স্ট্যান্ডার্ড আরো বাড়বে বলে মনে করেন শিক্ষাসচিব।

আর এ বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।