ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে চালু হচ্ছে স্থাপত্য ডিসিপ্লিনে মাস্টার্স কোর্স

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
খুবিতে চালু হচ্ছে স্থাপত্য ডিসিপ্লিনে মাস্টার্স কোর্স

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনে এই প্রথমবারের মতো মাস্টার্স কোর্স চালু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রমের শুরুতে ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ৫ বছর মেয়াদী স্নাতক প্রথম বর্ষে প্রথম স্থাপত্য ডিসিপ্লিনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।



এবারই প্রথম মাস্টার অফ সায়েন্স ইন হিউম্যান সেটেলমেন্ট (এমএসসিএইচএস) বিষয়ে কোর্স চালু করা হচ্ছে।

আগামী ২ নভেম্বর এই কোর্সে ভর্তির জন্য ফরম বিতরণ শুরু হবে এবং ১২ নভেম্বর তা জমা দিতে হবে।

১৩ নভেম্বর ভর্তি পরীক্ষার জন্য উপযুক্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং ১৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্বাচিত প্রার্থীদের তালিকা ২০ নভেম্বর প্রকাশ করা হবে এবং ২১ ডিসেম্বর ভর্তি ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.archku.ac.bd অথবা সংশ্লিষ্ট ডিসিপ্লিন বা স্কুলে বিস্তারিত জানা যাবে।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলানিউজকে এ সব তথ্য জান‍ান।

বাংলাদেশ সময় :  ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।