ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের ভর্তি পরীক্ষার ফল ২৫ অক্টোবর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
রুয়েটের ভর্তি পরীক্ষার ফল ২৫ অক্টোবর

রাবি: শান্তিপূর্ণভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।



বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রুয়েটের বিভিন্ন ভবনে ‘ক’ ও ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ‘খ’ গ্রুপের (কেবলমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য) প্রার্থীদের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা চলাকালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল রুয়েট ক্যাম্পাস।

এবার রুয়েটে ১০টি বিভাগে মোট ৭২৫ টি সিটে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে চার হাজার ৫৫১ জন শিক্ষার্থী।

২৫ অক্টোবর রুয়েট প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে (www.ruet.ac.bd ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।