ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে তরুণ সাংবাদিক সম্মিলন শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
রাবিতে তরুণ সাংবাদিক সম্মিলন শুরু

রাবি(রাজশাহী): বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘গণতান্ত্রিক বাজেট আন্দোলন তরুণ সাংবাদিক সম্মিলন’ শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সম্মিলনের উদ্বোধন করা হয়।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন প্রধান অতিথি হিসেবে এ সম্মিলনের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম রাহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী রমজানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা’র পরিচালক ফয়জুল্লাহ চৌধুরী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উপস্থাপনা ও জাতীয় বাজেট সম্পর্কে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এন.কে নোমান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ এ তরুণ সাংবাদিক সম্মিলনে জাহাঙ্গীরনগর, খুলনা, বেগম রোকেয়া ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
শুক্রবার সম্মিলনের দ্বিতীয় দিন জাতীয় বাজেট ও অর্থনৈতিক রিপোর্টিং এবং বিশ্ববিদ্যালয়ের বাজেট ও অর্থনীতি বিষয়ক দুটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।