ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্যারাগ্রাফ লিখতে না পারায় শিক্ষার্থীকে শিক্ষকের পিটুনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
প্যারাগ্রাফ লিখতে না পারায় শিক্ষার্থীকে শিক্ষকের পিটুনি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদ বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান তাওহীদ নামের এক শিক্ষার্থীকে কাঠের স্কেল দিয়ে বেধড়ক পিটিয়েছেন এক শিক্ষক। শিক্ষকের নাম মোস্তফা কামাল।



বৃহস্পতিবার সকালে এ ঘটনার পর দুপুরে আহত শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষক মোস্তফা কামাল ক্লাসরুমে একটি প্যারাগ্রাফ লিখতে বলেন।

কিন্তু শিক্ষার্থী মাহমুদুল হাসান তাওহীদ প্যারাগ্রাফটি লিখতে না পারায় রেগে গিয়ে ওই শিক্ষক শিক্ষার্থীদের সামনেই কাঠের স্কেল দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করেন।

পরে তাওহীদ বিষয়টি তার অভিভাবককে জানালে তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্কুল সভাপতি রেজাউল বারীর কাছে মৌখিক অভিযোগ করেন।

তাওহীদের বাবা সফিকুল ইসলাম জানান, দুপুরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মৌখিকভাবে ইউএনও’কে জানানো হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মোস্তফা কামাল জানান, আমি স্কুল সভাপতির কাছে যা বলার বলব।

এ বিষয়ে স্থানীয় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।