ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শনিবার

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে।

এদিন সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ‘ক’ ও ‘খ’ ইউনিট,  দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ‘গ’ ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।



এ বছরে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে গড়ে  ২৫ জন প্রতিযোগী অংশ নেবেন।

ববির ৬টি অনুষদের অধীন ১৮টি বিভাগে মোট ১ হাজার ৩০০ আসনের বিপরীতে এবার মোট আবেদন জমা পড়েছে ৩২ হাজার ৩৭২ টি।

এদিকে, চলতি শিক্ষাবর্ষ থেকে পদার্থ বিজ্ঞানেএবং জিওলোজি অ্যান্ড মাইনিং নামে নতুন দুটি বিভাগ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ রুমি।

পরীক্ষার হলে শিক্ষার্থীদের কোনো ধরনের হাত ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.barisaluniv.ac.bd  ও www.barisaluniv.edu.bd  থেকেও জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।