ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তিচ্ছুদের মিছিলে পুলিশের বাধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪
ভর্তিচ্ছুদের মিছিলে পুলিশের বাধা ছবি : দেলোয়ার হোসেন বাদল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দ্বিতীয় বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি পরীক্ষা দেওয়ার দাবিতে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ।

 

এর আগে সকাল ১০টা থেকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ শুরু করে প্রথমবার ঢাবিতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ না হওয়া শিক্ষার্থীরা।
 
শাহবাগ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, শাহবাগে গেলে যানজটের সৃষ্টি হবে। সেখানে সড়কের দুইপাশে ২টি হাসপাতাল রয়েছে। এতে রোগীদেরও দুর্ভোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, কোনো ভাবেই আন্দোলনকারী শিক্ষার্থীদের শাহবাগ মোড়ে যেতে দেওয়া হবে না। জোর করে যেতে চাইলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া ব্যবস্থা হবে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বামধারার  ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা সংহতি জানিয়েছেন।

**ঢাবিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দাবিতে ভর্তিচ্ছুদের বিক্ষোভ


বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।