ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে ছাত্রফ্রন্টের সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে ছাত্রফ্রন্টের সমাবেশ

ঢাকা: দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় সংসদ।



সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এক সিদ্ধান্তে সেখানে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করে।

এর প্রতিবাদে আয়োজিত সমাবেশে ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ধারণ করার ব্যবস্থা না করে দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ করা যাবে না।

আর দ্বিতীয়বার ভর্তির সুযোগ বন্ধ করার আগে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করতে হবে।

দেশের ঐতিহ্যবাহী কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালনার দাবি জানান সাইফুজ্জামান।

সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক স্নেহার্দী চক্রবর্তী, দপ্তর সম্পাদক শরিফুল চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি নাঈমা খালেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।