ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তিচ্ছু ৫ আন্দোলনকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
ঢাবিতে ভর্তিচ্ছু ৫ আন্দোলনকারী আটক ছবি: ফাইল ফটো/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথমবার ভর্তির সুযোগ না পাওয়া আন্দোলনরত  ৫ শিক্ষ‍ার্থীকে আটক করছে শাহবাগ থানা পুলিশ।

রোববার (১৯ ‍অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) টিএসসি  এলাকা থেকে আন্দোলনরত ৫ শিক্ষ‍ার্থীকে আটক করা হয়।



পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথমবার ভর্তির সুযোগ না পাওয়া আন্দোলনরত শিক্ষ‍ার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে চাইলে বাধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পর তাদের সরে যেতে বললে তারা আন্দোলন চালিয়ে যেতে চায়। পরে শাহবাগ থানা পুলিশ তাদের মধ্যে ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাবি প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, আন্দোলনের অনুমতি ছিলো না, তাছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রও না। আজ বিশ্ববিদ্যালয় খুলেছে,  ক্লাস পরীক্ষায় সমস্যা হচ্ছে একারণে তাদের সরে যেতে বলা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ভর্তিচ্ছুরা  টিএসসি এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছিলো। তাদের প্রথমে সরে যেতে বলা হয়েছে  কিন্তু তারা সরে যায়নি। এ জন্য তাদের মধ্যে থেকে ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।   জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।

** শেষ সুযোগ চায় ভর্তিচ্ছুরা, ভিসির ‘না’
**ভর্তিচ্ছুদের মিছিলে পুলিশের বাধা
**ঢাবিতে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দাবিতে ভর্তিচ্ছুদের বিক্ষোভ
**ঢাবিতে ভর্তি: দ্বিতীয় বারেই সুযোগ পেয়েছে বেশি

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।