ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩ ছবি : প্রতীকী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) ‘এফ’ ইউনিটের (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) অবিজ্ঞান গ্রুপের পরীক্ষা চলাকালীন দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের ৩৫৩ এবং ৪১৬ নম্বর কক্ষ থেকে অসদুপায় অবলম্বন ও জালিয়াতির পৃথক অভিযোগে তাদের আটক করা হয়।



আটক তিন শিক্ষার্থী হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার নাজমুল হুদা, চাঁদপুর জেলার লুৎফর রহমান এবং রাজশাহীর দুর্গাপুরের মিজানুর রহমান। লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বাংলানিউজকে জানান, পরীক্ষা চলাকালীন লুৎফর রহমান প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত করে নাজমুলকে সরবরাহ করছিলেন। এসময় পরীক্ষার হলে দায়িত্বরত পরিদর্শক বিষয়টি দেখে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে সোপর্দ করেন।

অন্যদিকে, মিজানুর রহমানের রেজিস্ট্রশন কার্ডে শিক্ষা বোর্ডের স্বাক্ষরহীন ছবি দেখতে পান হলে দায়িত্বরত পরিদর্শক। পরে যাচাই করে সেটি ভুয়া ছবি প্রমাণিত হওয়ায় জালিয়াতির অভিযোগে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে সোপর্দ করা হয়।

আটক তিন পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় নিরাপত্তার জন্য ক্যাম্পাসে নির্মিত পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য ক্যাম্পাসে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।