ঢাকা: আয়ারল্যান্ডে মেরি রবিনসন সেন্টার উদ্বোধন করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও হিউম্যান রাইটসের সাবেক হাই কমিশনার মেরি রবিনসন ড. ইউনূসকে আমন্ত্রণ জানান।
১৭ অক্টোবর রাজধানী ডাবলিন থেকে ২৩৪ কি.মি পশ্চিমে বাল্লিনা শহরে উদ্বোধনী অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনূস ‘আমরা চাইলেই দারিদ্রমুক্ত বিশ্ব গড়তে পারি’ শীর্ষক বক্তৃতা দেন। দিনটি একইসঙ্গে আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস হিসেবেও পালিত হয়।
পরদিন ১৮ অক্টোবর ডাবলিন সিটি ইউনিভার্সিটি ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে। বিশেষ সমাবর্তনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. মার্টিন ম্যাকআলিজ ও ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ব্রায়ান ম্যাকগ্রেথ ডক্টরেট ডিগ্রি দেন। অনুষ্ঠানে ৪০০ ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থী, অতিথি ও বিপুল সংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশেষ নিমন্ত্রণে ডাবলিনে ১৭-২০ অক্টোবর অনুষ্ঠিত ‘ওয়ান ওয়ার্ল্ড সামিটে যোগ দেন ড. ইউনূস। তার সঙ্গে ছিলেন ১০ মেধাবী তরুণ শিক্ষার্থী।
ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ বাংলাদেশ টিমকে নেতৃত্ব দেন।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪