ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাফ গেমসে স্বর্ণপদক চান দ্রুততম মানবী শিরিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
সাফ গেমসে স্বর্ণপদক চান দ্রুততম মানবী শিরিন শিরিন আখতার

রাজশাহী: সাফ গেমসে স্বর্ণ পদক জয় করতে চান দেশের দ্রুততম মানবী ও জাতীয় অ্যাথলেট শিরিন আখতার। বর্তমানে এটাই তার একমাত্র লক্ষ্য।

এজন্য কঠোর অনুশীলনও করে যাচ্ছেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে বুধবার রাজশাহী এসেছিলেন তিনি। এসময় বাংলানিউজের সাথে আলাপকালে তার লক্ষ্যের কথা জানান।
 
সাতক্ষীরার মেয়ে শিরিন ২০০৭ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। শেখ আবদুল মজিদ ও আঙ্গুরা বেগমের মেয়ে শিরিন ২০১২ সালে বিকেএসপি থেকে এসএসসি ও ২০১৪ সালে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন।

চলতি বছর জাতীয় অ্যাথলেটিক্সে বিকেএসপির হয়ে ১০০ মিটার দৌঁড়ে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন শিরিন। ২০০ মিটার দৌঁড়েও তিনি লাভ করেন স্বর্ণপদক। এছাড়া সামার অ্যাথলেটিক্সে বাংলাদেশ নৌবাহিনীর হয়ে ১০০ ও ২০০ মিটার দৌঁড়ে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন।

শুধু জাতীয় অ্যাথলেটিক্সেই নয়, আন্তর্জাতিক আসরেও রয়েছে শিরিনের সাফল্য। ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত সার্ক জুনিয়র অ্যাথলেটিক্সে বাংলাদেশ দলের হয়ে ১০০ গুণিতন ৪  ও ৪০০ গুণিতন ৪ মিটার রিলে রেসে তিনি ব্রোঞ্জ পদক লাভ করেন।

এছাড়া বৃটেনের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে তিনি বাংলাদেশ দলের হয়ে ১০০ মিটার দৌঁড়ে অংশ নেন। এর আগে ২০০৯ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ গেমসে বাংলাদেশে দলের হয়ে ১০০ মিটার দৌঁড়ে ১৬তম স্থান লাভ করেন তিনি।

শিরিন চলতি মাসে থাইল্যান্ডে বিচ অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নৌবাহিনীর ক্যম্প থেকে ছুটি নিয়ে তিনি মতিহারের সবুজ চত্বরে একাডেমিক উচ্চতর শিক্ষা লাভের আশায় ছুটে এসেছিলেন পদ্মা বিধৌত হযরত শাহ মখদুমের এই পবিত্র পুণ্যভূমি বিভাগীয় শহর রাজশাহীতে।  

রাজশাহী মহানগরী, পদ্মার পাড় ও মতিহারের সবুজ চত্বর তার ভলো লেগেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।