ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার

স্টাফ করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
কুয়েটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি এর ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।



বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মনোজ কুমার মজুমদার বুধবার বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১১টি বিভাগে মোট ৮১৫টি আসনের বিপরীতে সাত হাজার ৯৪২ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। ভর্তি পরীক্ষা কুয়েটসহ ক্যাম্পাসস্থ কুয়েট হাই স্কুল, নিকটস্থ টির্চাস ট্রেনিং (টিটি) কলেজ, এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (ছাত্র) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (ছাত্রী) অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ করেন শিক্ষার্থীরা। ২০ আগস্ট  পরীর্ক্ষার্থীদের তালিকা ও আসন বিন্যাস ওয়েব সাইটে প্রকাশ করা হয় এবং পরীক্ষার্থীদের মোবাইলে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হয়।

এবার কুয়েটের পুরকৌশল (সিই) বিভাগে ১২০ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (তওই) বিভাগে ১২০ জন, যন্ত্রকৌশল (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৬০ জন, ইলকেট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত ৫টি আসনে সর্বমোট ৮১৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আসন ব্যবস্থাপনাসহ ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.kuet.ac.bd) পাওয়া যাবে এবং অন্যান্য তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ভর্তি শাখায় (পিএবিএক্স+৮৮০-৪১-৭৬৯৪৬৮.এক্সটনেশন: ১১০, ১৩৬, ১৩৯) যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদশে সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।