ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘আরবি বলা’ চেয়ারম্যানের খোঁজে মাদ্রাসা বোর্ড!

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
‘আরবি বলা’ চেয়ারম্যানের খোঁজে মাদ্রাসা বোর্ড!

ঢাকা: আট মাস ধরে শূন্য মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পদ। দাপ্তারিক কাজকর্ম চালানোর জন্য একই বোর্ডের রেজিস্ট্রার এ কে এম সায়েফ উল্ল্যাকে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়।

রেজিস্ট্রারের কাজের পাশাপাশি চেয়ারম্যানের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। এতে বোর্ডের কাজেও কিছুটা প্রভাব পড়েছে।  

শিক্ষা মন্ত্রণালয় বলছে, আরবি জানা এবং বলতে পারা একজন কর্মকর্তাকে এবার মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। কিন্তু এমন কর্মকর্তা পাচ্ছে না মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাদ্রাসাবোর্ড-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবুল কাশেমকে মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়।

এরপর গত ৮ এপ্রিল আবুল কাশেমকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়। এরপর শূন্য হয় মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের পদ।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের রেজিস্ট্রার এ কে এম সায়েফ উল্ল্যা ওই সময় থেকে একই বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও রয়েছেন।

মাদ্রাসাবোর্ডের কর্মকর্তারা বলছেন, চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করায় কাজে কিছুটা হলেও স্থবিরতা দেখা দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এমন একজন কর্মকর্তাকে খুঁজছেন, যার আরবি জানা-শোনা রয়েছে।

এ ব্যাপারে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বাংলানিউজকে বলেন, মাদ্রাসাবোর্ডের চেয়ারম্যান হিসেবে আরবি জানা-শোনা চেয়ারম্যান খোঁজা হচ্ছে। আরবি জানা-শোনা ও বলতে পারা চেয়ারম্যান পাওয়া গেলে বোর্ডের জন্যই ভাল।

মাদ্রাসা বোর্ডের এক কর্মকর্তা বংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির ছাত্র এ কে এম সায়েফ উল্ল্যা বেশ চটপটে। তার উপর হয়তো আস্থা পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা সায়েফ উল্ল্যা বর্তমানে অধ্যাপক, তিনিও মাদ্রাসাবোর্ডের পূর্ণ চেয়ারম্যানের দায়িত্ব পেতে পারেন বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।