ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে সাংবাদিকতা বিভাগের শ্রেণিকক্ষ নির্মাণ উদ্বোধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
জাবিতে সাংবাদিকতা বিভাগের শ্রেণিকক্ষ নির্মাণ উদ্বোধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের জন্য শ্রেণিকক্ষ নির্মাণকাজ উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় বিশ্বদ্যালয়ের নতুন কলা ভবনের চতুর্থ তলায় বেলুন উড়িয়ে এ কাজের উদ্বোধন করেন উপাচার্য।



এ সময় বিশ্বাদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক আমিনা ইসলামসহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২০১১-১২ শিক্ষাবর্ষে নতুন কলা ভবনের একটি কক্ষে অস্থায়ী অফিস স্থাপন করে  সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের কার্যক্রম শুরু হয়। এরপর শ্রেণিকক্ষ, সেমিনার, লাইব্রেরিসহ বিভিন্ন সংকটের পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষার্থীরা সংকট নিরসনের দাবিতে গত বছর আন্দোলনে নামে। সে সময় প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন কলা ভবনের চতুর্থ তলার কাজ শুরু হলো রোববার।

নির্মাণ কাজের উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, সাংবাদিকতা বিভাগের সংকট উত্তরণে আমরা বেশকিছু পদক্ষেপ নিয়েছি। কক্ষ নির্মাণ শেষ হলে অন্যান্য বিষয়েও আমরা দ্রুত পদক্ষেপ নেব।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের নির্মাণকাজ ভালোভাবে তদারকি করার নির্দেশ দেন। পরে উপাচার্য ভবনের নিচ তলায় অবস্থিত অফিস কক্ষ পরিদর্শন করেন।

বর্তমানে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে তিন শিক্ষাবর্ষে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং বিভাগটিতে শিক্ষক সংখ্যা চারজন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।